২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের সব ক্রিকেট ম্যাচের খেলার খবর ও সূচী জেনে নিন।



বাংলাদেশে ক্রিকেট এখন খুব জনপ্রিয় এক খেলার নাম এই খেলা ঘিরে দেশের মানুষের আবেগ ভালবাসার কমতি নেই যে খানে ক্রিকেট সেইখানে সব বাংলাদেশী এক সবার প্রত্যেশা দল জিতুক দেশ জিতুক।
জিতলে সবাই একসাথে আনন্দ উৎসব করে হারলে সবাই ব্যতিত হয়।

এমন আবেগময় খেলাটির আগামী ২০২০ পর্যন্ত বাংলাদেশের সব খেলার সময় সূচী জেনে নিন।

অক্টোবর ২০১৮ সাল জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলার জন্য
১ম ওয়ান ডে ২১ অক্টোবর ২০১৮
২য় ওয়ান ডে ২৪ অক্টোবর ২০১৮
৩য় ওয়ান ডে ২৬ অক্টোবর ২০১৮
১ম টেস্ট ৩ থেকে ৭ নভেম্বর ২০১৮
২য় টেস্ট ১১ থেকে ১৫ ননভেম্বর ২০১৮

নভেম্বর ২০১৮ ওয়েষ্ট ইন্ডিস আসবে বাংলাদেশে ২টি টেস্ট,৩টি ওয়ানডে ও ৩টি টি,টুয়েন্টি খেলার জন্য
১ম টেস্ট ২২থেকে ২৬ নভেম্বর ২০১৮
২য় টেস্ট ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০১৮
১ম ওয়ান ডে  ৯ ডিসেম্বর ২০১৮
২য় ওয়ান ডে ১১ ডিসেম্বর ২০১৮
৩য় ওয়ান ডে ১৪ ডিসেম্বর ২০১৮
১ম টি ২০/ ১৭ডিসেম্বর ২০১৮
২য় টি ২০/ ২০ডিসেম্বর ২০১৮
৩য় টি ২০ / ২২ ডিসেম্বর ২০১৮
ওয়েষ্ট ইন্ডিসের খেলা মধ্য দিয়ে বাংলাদেশের দলের ২০১৮ সালের ঘরের সব ম্যাচ শেষ হবে।

২০১৯ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমীয়ার লিগ (BPL) শুরু হবে। টি ২০ ফরমেটের এই খেলা বিশ্বের নামীদামি খেলোয়ার বাংলাদেশ মাথাবে।

২০১৯ ফেব্রুয়ারিতে বাংলাদেশ ৩টি একদিনের ২টি পাঁচ দিনের টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অংঙ্গনে প্রবেশ করবে।

১ম ওয়ান ডে ১৩ই ফেব্রুয়ারি ২০১৯
২য় ওয়ান ডে  ১৬ই ফেব্রুয়ারি ২০১৯
৩য় ওয়ান ডে ২০শে ফেব্রুয়ারি
১ম টেস্ট ২৮শে ফেব্রুয়ারু ৪ই মার্চ ২০১৯
২য় টেস্ট ৮ই মার্চ থেকে ১২ই মার্চ ২০১৯

এর পর শুরু হবে  বিশ্বকাপ মিশন ২০১৯ তবে 
যোগ দেওয়ার আগে বাংলাদেশ দল মে মাসে আয়ারল্যান্ড সফর করবে যা বিশ্ব প্রত্তুতি বলে ধরা যেতে পারে সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ৩ ম্যাচের ১টি ওয়ানডে সিরিজ খেলবে-
১ম ওয়ান ডে ১৩ই মে ২০১৯
২য় ওয়ান ডে  ১৫ ই মে ২০১৯
৩য় ওয়ান ডে ১৭ই মে ২০১৯
তাদের সাথে আয়ারল্যান্ডে যোগ দিবে আফগানিস্তান ক্রিকেট দল  আফগানিস্তান  আয়ারল্যান্ড ও বাংলাদেশে মিলে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ যা চূড়ান্ত বিশ্বকাপ প্রত্তুতি।

আফগানিস্তানক,স্বাগতিক আয়ারল্যান্ড, বাংলাদেশর মধ্যকার ওয়ান ডে সিরিজ শুরু হবে ২০ ই মে থেকে ২৪শে মে ২০১৯ পযর্ন্ত।

২০১৯ বিশ্বকাপে যোগদিতে বাংলাদেশ  আয়ারল্যান্ড থেকে সরাসরি ই্ংল্যান্ডে আসবে।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের প্রতিপক্ষ ও সময় সূচী।
২রা  জুন প্রতিপক্ষ দঃআফ্রিকা
৫ই জুন প্রতিপক্ষ  নিউজিল্যান্ড
৮ ই জুন প্রতিপক্ষ  ইংল্যান্ড
১১ ই জুন প্রতিপক্ষ  শ্রীলংকা
১৭ ই জুন প্রতিপক্ষ  ওয়েষ্ট ইন্ডিস
২০ শে জুন প্রতিপক্ষ  অষ্টেলিয়া
২৪ শে জুন প্রতিপক্ষ  আফগান
২রা  জুলাই প্রতিপক্ষ ভারত
৫ই জুন প্রতিপক্ষ পাকিস্তান

২০১৯ সালের অক্টোবরে অষ্টেলিয়া আসবে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি টি,টুয়েন্টি ম্যাচের ১টি সিরিজ খেলতে।

একই মাসে আফগানিস্তান আসবে বাংলাদেশের বিরুদ্ধে ১টি টেস্ট ও ৩টি টি,টুয়েন্টি ম্যাচ খেলতে।

২০১৯ সালের নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ তাদের বিরুদ্ধে ২টেস্ট,৩টি টি,টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

ডিসেম্ভর ২০১৯ শ্রীলংকা দল বাংলাদেশে আসবে ১টি টেষ্ট ৩টি এক দিনের ম্যাচ খেলতে।

২০২০, জানুয়ারি-ফেব্রুয়ারি
পাকিস্তানের বিপক্ষে ২ টি টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) ও ৩ টি টি-টোয়েন্টি।

২০২০, ফেব্রুয়ারি– অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টি টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ)।

২০২০, মার্চ– জিম্বাবুয়ের বিপক্ষে ১ টি টেস্ট ও ৫ টি টি-টোয়েন্টি।

২০২০ সালের মে থেকে জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টি টেস্ট, ৩ টি ওয়ান ডে ও ৩ টি টি-টোয়েন্টি খেলবে।

২০২০ সালের জুলাই-আগস্ট– শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টি টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন)


Powered by Blogger.