দেখে নিন ফটিকছড়িতে থেকে মনোনয়ন পত্র জমা দিলেন কারা


দেখে নিন ফটিকছড়িতে থেকে মনোনয়ন পত্র জমা দিলেন কারা

আসন্ন ৩০ শে ডিসেম্বর অনুষ্টিতব্য ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন জোট ও বিভিন্ন দলের প্রার্থীরা।
২৮ শে নভেম্বর বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুর ২টায় চট্টগ্রাম - ২ ফটিকছড়ি আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী
সহকরী রিটার্নিং অফিসার ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুশফিকুর রহমানের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।
ও সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সাবেক ছাত্র নেতা হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব, বিটিএফ যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারীসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এদিকে একইদিন বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় উত্তরজেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মোঃ বাকের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, সহ-সভাপতি গোলাপুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এর আগে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ থেকে মনোনয়ন দাখিল করেছেন এড. মীর ফেরদৌস আলম সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আতিক বাবু নগরী, ইসলামী ফ্রন্ট থেকে সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী ও জাকের পার্টির আব্দুল হাই।

এদিকে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি প্রার্থী খুরশিদ জামিল চৌধুরী, কর্নেল আজিমুল্লাহ বাহার, আলহাজ্ব সালাউদ্দীন মহিলা নেত্রী নুরি আরা ছাপা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
Powered by Blogger.