ফটিকছড়িতে একের পর এক মোটর সাইকেল দূর্ঘটনা দীর্ঘ হচ্ছে সম্ভবনাময় তরুণদের লাশের সারি

ফটিকছড়িতে মোটরবাইক - তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু।


ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ২ মাদরাসা ছাত্রের মৃত্যু নিহত হয়েছে। বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার পাইন্দং ইউনিয়নের তাজুর ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় পাইন্দং হেদায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র অারিফ (১৭) ও একই শিক্ষা প্রতিষ্টানের  নবম শ্রেণির ছাত্র মাসুদ (১৬)  মৃত্যুবরণ করে। নিহত অারিফ পাইন্দং ইউনিয়নের ফয়েজ অাহমদ সওদাগর বাড়ীর জৈনক অাবু অাহমদের ছেলে ও নিহত মাসুদ একই বাড়ীর অাবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, 'মোটর সাইকেল যোগে তিন বন্ধু মিলে ফটিকছড়ি সদরের দিকে যাওয়ার পথে তাজুর ঘাটা এলাকায় অাসলে উত্তর দিক থেকে অাসা তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অারিফের মৃত্যু ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মাসুদকে উদ্ধার করে নাজিরহাট স্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
এ ঘটনায় মিজান (১৭) নামের একই এলাকার অারো এক ছাত্র গুরুতর অাহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক মু্মুর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  তার অবস্থা অাশঙ্খাজনক বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে মোটর বাইক দূর্ঘটনা উল্লেখ যোগ্যভাবে বেড়ে গেছে।




Powered by Blogger.