বারীয়া শফিকুল মুনির যুব কমিটি দুবাই শাখার উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

বারীয়া শফিকুল মুনির যুব কমিটি দুবাই শাখার উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)২০১৮ উদযাপন করেন  বারীয়া শফিকুল মুনির যুব কমিটি দুবাই শাখা।গত বৃহস্পতিবার দেরা দুবাই বাংলা বাজারে স্থানীয় এক বিল্ডিংয়ে জনাব জাগির আহাম্নদ এর সভাপতিত্বে জামাল উদ্দীনের পরিচালনায় দোয়া ও আলোচনা সভা শুরু হয়।

এতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ নাজিম উদ্দীন,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপনে গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন বারীয়া শফিকুল মুনির যুব কমিটির নেতৃবৃন্দের মধ্য কামাল উদ্দিন, নাজিম উদ্দীন,নাছির জব্বার,আবুল কাসেম,মহিন উদ্দীন মামুন,বিশেষ অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন জনাব মোঃ ইলিয়াছ আল আইন শাখা সভাপতি, মওলানা মোঃ সফিউল আলম
সাংগঠনিক সম্পাদক আল আইন শাখা, মোঃ জামাল উদ্দিন প্রচার সম্পাদক আল আইন শাখা,মোঃ মামুন সভাপতি আবু ধাবী শাখা,
শহিদুল আলম বাবর সভাপতি শারজাহ শাখা, জাহাগির আলম সভাপতি আজমান শাখা ,মোঃ ফারুক সভাপতি রাস আল কাইমা শাখা অন্যান্য নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন মোঃ সুলেমান,হাবিব, তৈয়ব,মুজিবুল হক,রেজোয়ান
প্রমুখ।
বারীয়া শফিকুল মুনির যুব কমিটি দুবাই শাখাসহ আরব আমিরাতের সকল শাখা সদস্য উপস্থিত ছিলেন আলোচনা শেষে প্রবাসীদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
মওলানা শফিউল আলম।
উপস্থিত সকলের মাঝে তাবরুক  বিতরণ করা হয়।

Powered by Blogger.