বাংলাদেশ ভারত মুখোমুখি আজ রাত আটটায় দেখে নিন একাদশে কারা আছে।

বায়ু দূষণের মুখে মাক্স লাগিয়ে মাঠে অনুশীলনে টিম টাইগার।  
আজ বাংলাদেশ সময় রাত টায় বহু কাংখিত বাংলাদেশ বনাম ভারত টি টুয়েন্টি ক্রিকেট সিরিজের তিন ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লির ফিরোজ শাহ ক্রিকেট স্টেডিয়ামে। 
সিরিজের প্রথম টি টুয়েন্টি বাংলাদেশ, ভারত  একাদশে কারা থাকবে কে জিতবে এর চেয়ে দিল্লির বায়ু দূষণ নিয়ে তর্ক বিতর্কের বেশ জমে উঠেছে।
https://www.cpagrip.com/show.php?l

ক্রিকেট ভিত্তিক নিউজ সাইট ক্রিকইনফো সম্ভাব্য বাংলাদেশ একাদশ প্রকাশ করে।
তবে তারা প্রতিবেদনে এইও প্রকাশ করেছে বাংলাদেশ দলে একাদশে কারা লেখবে তা অনুমান করা কঠিন গতে মাসে বাংলাদেশ এ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুইটি হাফ সেঞ্চুরি করা মুহাম্মদ নাঈম এর আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি এই ছাড়া দলে দেখা যেতে পারে বহুদিন নির্বাসনে থাকা পেইসার আল আমিন ও ইস্ফিনার আরফাত সানি বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ। 

সৌম্য সরকার, লিটন দাস,মুহাম্মদ নাঈম/মুহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ (দল নায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার/তাইজুল ইসলাম।

No comments

Powered by Blogger.