বেয়াদব শাহাদাতের কি শিক্ষা হবে না?
বেয়াদব শাহাদাতের কি শিক্ষা হবে না।
ইতিপূর্বে গৃহ কর্মীকে পিটিয়ে খবরের শিরোনাম হয়েছে।কেটেছেন স্ত্রীসহ জেল।তারপর জাতির কাছে ক্ষমা চেয়েছেন।ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন তারপরও তার শিক্ষা হয়নি।বেয়াদব থেকে গেলো।
বাংলাদেশ ক্রিকেটের ব্যাডবয় খ্যাত শাহাদাত হোসেন এবার মাঠে সতীর্থ খেলোয়াড় কে চড় থাপ্পড় মেরে আবারও শিরোনাম হলেন।গত রবিবার খুলনার শেখ নাসের স্টেডিয়ামে জাতীয় লীগ (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলা চলাকালীন সময় এমন কান্ড ঘটান।জানা গেছে তার সতীর্থ খেলোয়াড় স্পিনার আরাফাত কে বল ঘষে দিতে বললে তিনি মাঠে তা না করতে পারবে না বলে। তখন মাঠে ব্যাডবয়ব শাহাদাত তাকে চড় ঘুষি থাপ্পড় মারে।


No comments