মাউজভান্ডার গাউছিয়া হক কমিটি কাঞ্চন পুর সাখা আওতাধী........

মাইজভান্ডার গাউছিয়া হক কমিটি বাংলাদেশ
কাঞ্চন পুর শাখার আওতাধীন দুবাই ইউনিট শাখার মাহফিল সম্পন্ন।

বাংলা খবরঃ-  মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ,
কাঞ্চন পুর শাখার আওতাধীন দুবাই ইউনিট শাখা উদ্যোগে। বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) চন্দ্র বার্ষিক ও বেলাদ শরীফ উপলক্ষে, মাইজভান্ডারী দর্শন ভিক্তিক শরিয়ত ও তরিকত, মাসাআলা মাসায়েল সম্পর্কে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি জনাব শফিউল আলম।সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাজান সিরাজী।

পবিত্র কোরান পাঠ করেন হাফেজ মোবারেক হোসেন বখতিয়ার,নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা হাফেজ নাজিম আল নাহিয়ান।
মাইজভান্ডারি শান পরিবেশন করেন আজম উদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল আলম তালুকদার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, পরিচালক তালিম উদ্দিন,সভাপতি জিয়াউল হক,শাহাজাহান চৌধুরী।

প্রধান আলোচক জনাব হাফেজ রফিকুল কাসেম কাঞ্চনপুরী।

এতে অন্যদের মধ্য উপস্থিতি ছিলেন জানে আলম, জাহাগীর,আলম, আব্দুল রহিম, সৈয়দুল হক,মোহরম আলী, ইয়াকুব,শহিদুল, আব্দুল রশিদ, দিদার, বক্কর,কামাল,সুজন,নাজিম,আজম,ইসমাইল,আইযুব, বখতিয়ার,বাদশা,জাহেদ,ইমতিয়াছ,ওসমান,আহম্মদ উল্লাহ,নেজাম,নাছির,শুকুর,দুলাল,বক্কর ভান্ডারী,বাবু, মুনছুর, নেজাম,বাদশা সাহাবউদ্দীন,পারভেছ,প্রমুখ।

সংগঠনের উদ্যেক্তা হাফেজ নাজিম আল নাহিয়ান অতিথিদের হাতে মাসিক আলোকধারা তুলে দেন।

আলোচনা সভা শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণে
দোয়া মোনাজাত করা হয়।

No comments

Powered by Blogger.