দুবাই মালেক শাহ স্মৃতির সংসদের উদ্যোগে হয়রত আব্দুল মালেক শাহ বার্ষিক ওরশ সম্পন্ন
কাঞ্চন নগর দুবাই মালেক শাহ স্মৃতি সংসদের উদ্যোগে হয়রত শাহছুফি সৈয়দ আব্দুল মালেক শাহ বার্ষিক ওরশ সম্পন্ন।
মুশকিল, কোশা, হাযত রওয়া,চেড়াজাচ্চালেকিন, রুহুল, আশেকিন,গাউছুল আজম হয়রত শাহছুফী সৈয়দ মাওলানা গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার৷ আন্যতম প্রাণপ্রিয় খলিফা যুগশ্রেষ্ট জালালী সাধক হয়রত শাহছুফী সৈয়দ আব্দুল মালেক শাহ কাঞ্চন নগরী (রঃ) বার্ষীক ওরশ শরীফ গত ১লা জানুয়ারি দেরা দুবাই মালেক শাহ স্মৃতি সংসদের উদ্যোগে সম্পন্ন হয়।
শাহাজান সিরাজের সঞ্চলনায় দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল রহিম,এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব ইয়াছিন আরাফাত,
বিশেষ অথিতির আসন গ্রহণ করেন ফরিদ,ওসমান, রফিক, ফিরোজ, শফিউল আলম, সেলিম, শফিউল আলম তালুকদার, ইয়াকুব, নেজাম, দিদার, শফি,জিয়াউল হক,ইউনুচ, আজম, এজাহার, আইযুব, হেফাজাত,
এতে বক্তব্য রাখেন মাওলানা ওসমান জামী,কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা শহিদুল আলম তালুকদার, মানব কল্যাণ সংস্থার সভাপতি তালিম উদ্দীন, বখতিয়ার। মালেক শাহ স্মৃতি সংসদ নেতৃবৃন্দ মধ্য উপস্থিত ছিলেন আহম্মদ উল্লাহ, এনাম, আইযুব, শহিদুল্লাহ, হাসান, তৈহিদ, নেজাম, বেলাল, ইমতিয়াছ, জাহেদ, দিদার, ওসমান, দিদার, জানে আলম, মানিক, তহিদ মিয়া, বেলাল, সুজন, শুকুর, ইসমাইল, মুনছুর, মোহরম, বাদশা,তারেক, সেলিম, এমরান,মুছা, ইলিয়াছ, শাহজান, রুবেল, মনির, ঈসা,নুরুল ইসলাম, রশিদ,
দোয়া আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দীন।
মুশকিল, কোশা, হাযত রওয়া,চেড়াজাচ্চালেকিন, রুহুল, আশেকিন,গাউছুল আজম হয়রত শাহছুফী সৈয়দ মাওলানা গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার৷ আন্যতম প্রাণপ্রিয় খলিফা যুগশ্রেষ্ট জালালী সাধক হয়রত শাহছুফী সৈয়দ আব্দুল মালেক শাহ কাঞ্চন নগরী (রঃ) বার্ষীক ওরশ শরীফ গত ১লা জানুয়ারি দেরা দুবাই মালেক শাহ স্মৃতি সংসদের উদ্যোগে সম্পন্ন হয়।
শাহাজান সিরাজের সঞ্চলনায় দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল রহিম,এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব ইয়াছিন আরাফাত,
বিশেষ অথিতির আসন গ্রহণ করেন ফরিদ,ওসমান, রফিক, ফিরোজ, শফিউল আলম, সেলিম, শফিউল আলম তালুকদার, ইয়াকুব, নেজাম, দিদার, শফি,জিয়াউল হক,ইউনুচ, আজম, এজাহার, আইযুব, হেফাজাত,
এতে বক্তব্য রাখেন মাওলানা ওসমান জামী,কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা শহিদুল আলম তালুকদার, মানব কল্যাণ সংস্থার সভাপতি তালিম উদ্দীন, বখতিয়ার। মালেক শাহ স্মৃতি সংসদ নেতৃবৃন্দ মধ্য উপস্থিত ছিলেন আহম্মদ উল্লাহ, এনাম, আইযুব, শহিদুল্লাহ, হাসান, তৈহিদ, নেজাম, বেলাল, ইমতিয়াছ, জাহেদ, দিদার, ওসমান, দিদার, জানে আলম, মানিক, তহিদ মিয়া, বেলাল, সুজন, শুকুর, ইসমাইল, মুনছুর, মোহরম, বাদশা,তারেক, সেলিম, এমরান,মুছা, ইলিয়াছ, শাহজান, রুবেল, মনির, ঈসা,নুরুল ইসলাম, রশিদ,
দোয়া আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দীন।
