ফটিকছড়ির দুবাই প্রবাসীরা আলহাজ্ব নাজিম উদ্দিন মহুরি কে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।

ফটিকছড়ির দুবাই প্রবাসীর উদ্যোগে দেরা দুবাই পেশওয়ার রেষ্টুরেন্টে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব নাজিম উদ্দিন মহুরি আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে চাই।এই মর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফটিকছড়ির বিভিন্ন প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন।

জাফত নগর ইউনিয়নের আবুল কালাম আজাদ
নানুপুর ইউনিয়নের -এস এম আকতার হোসেন
পাইন্দং ইউনিয়নের -মোঃসেলিম উদ্দিন
ভুজপুর ইউনিয়নের -মাহাবুুবুল আলম
লেলাং ইউনিয়নের -শাহাদাত মুহুরী,নাজিম উদ্দিন,কামাল
কাঞ্চন নগর ইউনিয়নের -ইয়াছিন আরফাত, দিদারুল আলম,ইয়াকুব। সুয়াবিল ইউনিয়নের -সৈয়দ খোরশেদুল আলম ফটিকছড়ি পৌরসভা -ইলিয়াছ চৌধুরী, আরফাত,সাহেদুল আলম সাহেদ। সমিতির হাট ইউনিয়নের -মাসুদ ফারহান জুয়েল,আবুল কালাম,আবদুল্লা পুর ইউনিয়নের -মুক্তিযোদ্ধা আবু তাহের।হারুয়ালছড়ী ইউনিয়নের -ইয়াকুব ও আরো অনেকে।
আলহাজ্ব নাজিম উদ্দিন মহুরি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্হানের মধ্য দিয়ে প্রবাসীদের সুখ দুঃখে সাথে থেকে গভীর ভালবাসা আস্হা ও বিশ্বাস অর্জন করে।
প্রবাসীরা আশাকরে তিনি যদি উপজেলা চেয়ারম্যান হয়,ফটিকছড়িকে একটি শান্তি ও উন্নয়নের মডেল উপজেলায় রুপান্তর করবে।

Powered by Blogger.