ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি আসছে ডিসেম্বরে।
ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি আসছে ডিসেম্বরে।
বাংলা খববঃ- জাতীয় পতাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এই প্রজন্মের অত্যাধুনিক বিমান ড্রিমলাইনার অচিন পাখি ও সোনার তরী আগামী মাসে বাংলাদেশে আসছে।বিমান দুইটির নামকরণ করেন বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উড়োজাহাজ দুই টি আগামী ডিসেম্বর মাসে দেশে আসছে প্রথম টি ২১ই ডিসেম্বর দ্বিতীয়টি একদিন পর ২২ই ডিসেম্বর ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ। সোনার তরী ও অচিন পাখি।বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক জানান নাম দুইটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করে রেখেছেন।এই নাম গুলো বিমান নির্মাতা কোম্পানীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।রং করার সময় বিমানের বডিতে একটি সোনার তরী অপরটিতে অচিন পাখি লেখা হবে।
বিমান কতৃক পক্ষের বরাদ্দে জানানো গেছে গত সপ্তাহ থেকে বিমান দুই টির রং করার কাজ শুরু হয়েছে।এর মধ্য একটি বিমান আরব আমিরাতে দুবাই এয়ার শোতে প্রদর্শন করা হয়েছে।এয়ার শো হলে এই বিমানের রং করার কাজ শুরু করবে নির্মাতা প্রতিষ্ঠান। এই ছাড়া বাংলাদেশ বিমান কতৃপক্ষ কে হস্থান্তরের পূর্বে বেশ কয়েক দফা পরিক্ষা করা হবে।
স্বপ্নের ড্রিমলাইনার দুই টি দেশে আনার জন্য আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন এর কয়েকজন পাইলট আমেরিকার সিয়াঠলে বোয়িং কোম্পানীর ফ্যাক্টরি তে যাবেন।তাদের সাথে বিমানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকবে।
বাংলা খববঃ- জাতীয় পতাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এই প্রজন্মের অত্যাধুনিক বিমান ড্রিমলাইনার অচিন পাখি ও সোনার তরী আগামী মাসে বাংলাদেশে আসছে।বিমান দুইটির নামকরণ করেন বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উড়োজাহাজ দুই টি আগামী ডিসেম্বর মাসে দেশে আসছে প্রথম টি ২১ই ডিসেম্বর দ্বিতীয়টি একদিন পর ২২ই ডিসেম্বর ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ। সোনার তরী ও অচিন পাখি।বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক জানান নাম দুইটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করে রেখেছেন।এই নাম গুলো বিমান নির্মাতা কোম্পানীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।রং করার সময় বিমানের বডিতে একটি সোনার তরী অপরটিতে অচিন পাখি লেখা হবে।
বিমান কতৃক পক্ষের বরাদ্দে জানানো গেছে গত সপ্তাহ থেকে বিমান দুই টির রং করার কাজ শুরু হয়েছে।এর মধ্য একটি বিমান আরব আমিরাতে দুবাই এয়ার শোতে প্রদর্শন করা হয়েছে।এয়ার শো হলে এই বিমানের রং করার কাজ শুরু করবে নির্মাতা প্রতিষ্ঠান। এই ছাড়া বাংলাদেশ বিমান কতৃপক্ষ কে হস্থান্তরের পূর্বে বেশ কয়েক দফা পরিক্ষা করা হবে।
স্বপ্নের ড্রিমলাইনার দুই টি দেশে আনার জন্য আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন এর কয়েকজন পাইলট আমেরিকার সিয়াঠলে বোয়িং কোম্পানীর ফ্যাক্টরি তে যাবেন।তাদের সাথে বিমানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকবে।

No comments