বাংলাদেশি তিন নারিকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযুক্ত ইন্ডিয়ান দম্পতি।
বাংলাদেশি তিন নারিকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযুক্ত ইন্ডিয়ান দম্পতি।
অনলাইন বাংলা খবরঃ-মাসে ৬০০০০টাকা বেতনের কথা বলে।তিন বাংলাদেশি নারি কে সিঙ্গাপুরে নিয়ে আসে।ইন্ডিয়ান এক দম্পতি। সিঙ্গাপুরে আসার তাদের পাসপোর্ট জব্দ করে।তাদের আটকে রাখা হয়।
খবরে জানা যায় ইন্ডিয়ান দম্পতির সিঙ্গাপুরে একটি নাইট ক্লাবের ব্যবসা রয়েছে।সেই নাইট ক্লাবে বাংলাদেশি তিন নারিকে বিনা পয়সায় নাচতে বাধ্যকরা হয়।এবং তাদের একজন কে দিয়ে দেহ ব্যবসা করাতে বাধ্য করে।এইসব অভিযোগ করেন ভুক্তভোগী নারি।তাদের অভিযোগের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হয়।চলতি বছর ১৯ডিসেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে।এতে ইন্ডিয়ান দম্পতি দোষি প্রমাণিত হলে দশ বছরের সাজার সাথে বেত্রাঘাত দেওয়া হতে পারে।
উল্লেখ্য সিঙ্গাপুরে মোট ৫৬ লাখ জনসংখ্যার মধ্যে ১০ লাখ অভিবাসী শ্রমিক।
অনলাইন বাংলা খবরঃ-মাসে ৬০০০০টাকা বেতনের কথা বলে।তিন বাংলাদেশি নারি কে সিঙ্গাপুরে নিয়ে আসে।ইন্ডিয়ান এক দম্পতি। সিঙ্গাপুরে আসার তাদের পাসপোর্ট জব্দ করে।তাদের আটকে রাখা হয়।
খবরে জানা যায় ইন্ডিয়ান দম্পতির সিঙ্গাপুরে একটি নাইট ক্লাবের ব্যবসা রয়েছে।সেই নাইট ক্লাবে বাংলাদেশি তিন নারিকে বিনা পয়সায় নাচতে বাধ্যকরা হয়।এবং তাদের একজন কে দিয়ে দেহ ব্যবসা করাতে বাধ্য করে।এইসব অভিযোগ করেন ভুক্তভোগী নারি।তাদের অভিযোগের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হয়।চলতি বছর ১৯ডিসেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে।এতে ইন্ডিয়ান দম্পতি দোষি প্রমাণিত হলে দশ বছরের সাজার সাথে বেত্রাঘাত দেওয়া হতে পারে।
উল্লেখ্য সিঙ্গাপুরে মোট ৫৬ লাখ জনসংখ্যার মধ্যে ১০ লাখ অভিবাসী শ্রমিক।

No comments